মুখে ঘা বা গালে ঘা হবার প্রধান কারন হল অপরিস্কার মুখ বা পেটের অসুখ কিংবা ভিটামিনের অভাব।
তাছাড়া সকল সময় গরম খাদ্য বা পানীয় গ্রহন করলে,মুখে ঘা হতে পারে।আমাদের দেশেও প্রচুর মুখে ঘা এর রোগী আছে।এটি প্রধানত শীত কালে বেশী হয়।
গালে/মুখে ঘা হবার জন্য অত্যাধিক ধুমপান করাও অন্যতম কারন।
লক্ষনঃ
#যে কোন ঝাল বা মসলা যুক্ত খাবার খেলে মুখে ধরে।
#জিহ্বার উপর,ঠোটের ভেতরের দিকে,ছিলে যাবার মত ঘা হয়।
#খাদ্যের আসল স্বাদ পাওয়া যায় না।
#জিহ্বা বা মুখের মধ্যে ব্যাথা হয়।এই ব্যাথা দাঁত বা মাড়িতে হতে পারে।
#মুখ সব সময় ভেজা বা রসযুক্ত থাকে।
চিকিৎসাঃ
১।ভিটামিন রিবোফ্লাভিন এর ঘাটতির জন্য,মুখে ঘা বেশি হয়।তাই ঘাটতি মেটাতে RIBOFLAVIN যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__riboson,riboflavin.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে ৫ দিন সেব্য।
২।সঙ্গে VITAMIN B COMPLEX যুক্ত ঔষধ খেলে উপকার হয়।
যেমন___TAB_v-plex,opsovit
or CAP_b-50 fort
or SYP_v-plex
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে ১৫ দিন সেব্য।
৩।যদি এলারজী থাকে CETIRIZINE HCL যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_alatrol,cetizin.
or SYP_alatrol,cetizin.
মাত্রা___প্রত্যহ 0+0+১ করে ৫ দিন সেব্য।
অথবা ১/২ চা চামচ করে প্রত্যহ ১/২ বার ৫ দিন।
৪।গালে বা মুখে ব্যাথা থাকলে PARACETAMOL যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_napa-500mg,ace-500mg.
or SYP_napa,ace.
মাত্রা___প্রত্যহ ১+0+১ করে ব্যাথা না থাকা পর্যন্ত সেব্য।
অথবা ১/২ চা চামচ করে প্রত্যহ ১/২ বার ১/২ দিন সেব্য।
৫।মুখের অভ্যন্তরে ইনফেকশন বা শরীরে জ্বর থাকলে AZITHROMYCIN যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_zimax-250/500mg,azin-250/500mg.
মাত্রা___প্রত্যহ ০+০+১ করে ৫ দিন।
পথ্যঃ
#বেশি ঝাল বা মসলাযুক্ত খাবার পরিহার করবে।
#খুব বেশি ঠান্ডা বা বেশি গরম খাবার খাবে না।
#প্রতিদিন শাকসব্জী খাওয়া উচিৎ।
#প্রত্যহ খাবার পর দাঁত ব্রাশ করবে।
#মুখের অভ্যন্তর ও জিহ্বা পরিস্কার রাখা উচিৎ।
***ধুমপানের অভ্যাস ত্যাগ করতে হবে।
গালে ঘা কে সাধারন ব্যধি ভাবলে ভুল করবে।কেননা তামাক বা ধুমপায়ীদের জন্য এটি খুব খারাপ হতে পারে।তাই দ্রুত চিকিৎসকের কাছে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন