রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

কানে ব্যাথা (EAR ACHE)


                          কানে ব্যথা,প্রয়াই সকল বয়সী মানুষেরই পরিচিত সমস্যা।ঠান্ডা পানি কিংবা আইস্ক্রিম মুখে দিলেই দাঁতের পরেই কানটা যেন আঁটকে আসে।দাঁতের সাথে কানের এক নিবিড় সম্পর্ক।
তাছাড়া অত্যাধিক ঠান্ডার জন্য, কানে কোন প্রকার ইনফেকশন ব্যতিতও ব্যথা হতে পারে।  ঠান্ডার সমস্যা ছাড়াও বিভিন্ন কারনে কানে ব্যাথা হতে পারে।যেমন......
কারনঃ
           #দাঁতের ক্ষয় জনিত কারনে বা মাড়ির রোগের কারনে।
           #পালক বা কাঠি দিয়ে কান চুলকানর সময় আঘাত পেলে।
           #কানের মধ্যে পানি যেয়ে, দীর্ঘ দিন আটকে থাকলে কান পাকে বা পুজ হয়।
           #কানের মধ্যে ফোড়া বা পুজ হলে।
           #কানে আঘাত পেলে।
           #কোন কারনে কানের মধ্যে জীবানু সংক্রমিত হলে।
চিকিৎসাঃ
১।কানের তীব্র ব্যাথার জন্য DICLOFENAC SODIUM যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__clofenac-50/100mg,a-fenac-sr-50/100mg.voltalin-sr-50/100mg.
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে ভরা পেটে,প্রয়োজন অনুযায়ী সেব্য।

২।কানের ভেতরকার ইনফেকশন কাটানোর জন্য ERYTHROMYCIN যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__erocin-500mg,erythrox-500mg
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে ভরা পেটে,৭ দিন সেব্য।
                 অথবা,
                          CIPROFLOXACIN  যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_ciprocin-250/500mg,cipro-a-250/500mg.
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে ভরা পেটে,৭ দিন সেব্য।

৩।কানের অভ্যন্তরে জীবানু দ্বারা সংক্রমিত হলে বা পুজ হলে কানের ভিতর পরিস্কার করার জন্য PERHYDROL যুক্ত ঔষধ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
  যেমন___  hydrogen per oxide.
                        আক্রান্ত কানে ৪/৫ ফোটা করে প্রত্যহ ২/৩ বার দিলে ভেতরের ময়লা নরম হয়ে ফেনার মত হবে।তখন পরিস্কার তুলা কাঠিতে পেচিয়ে পরিস্কার করতে হবে।

৪।ব্যাথার ঔষধ পেটে গ্যাস সৃষ্টি করে।এজন্য OMEPRAZOL যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___CAP_seclo-20/40mg,ppi-20/40mg.
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে আহারের ২০মিনিট আগে ব্যাথার ঔষধ চলাকালীন সেব্য।

পথ্যঃ
          #খুব বেশী ঠান্ডা পানিয় বা যে কোন খাবার পরিহার করা উচিৎ।
          #পুকুর কিংবা নদিতে গছল না করলেই ভালো হয়।
          #কানের অভ্যন্তরে শক্ত কাঠি প্রবেশ করানো একদম অনুচিত।
          #দাঁত কিংবা মাথার কোন রোগ থাকলে,তার চিকিৎসা করাতে হবে,কেননা দাঁত ও মাথার সাথে                   কানের জড়ালো সম্পর্ক রয়েছে।
          #কানে ঠান্ডা বাতাস লাগতে দেবে না,বা ঠান্ডার মধ্যে চলাফেরা না করাই শ্রেয়।


            এরপরও  কানের ব্যথা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হলে,দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যাবে।

২৮টি মন্তব্য:

  1. আমার স্ত্রীর কানে মাযে মাযে কানে প্রচণ্ড বেথা হয়, কি করনীয়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      আশাকরি ঔষধ চালিয়ে গিয়েছেন।ধন্যবাদ।

      মুছুন
  2. ভাই capflow বা flocloxin কি কানের ব্যথার ঔষধ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      এটি একটি এন্টিবায়োটিক। প্রয়োজনে সেবন করতে পারেন।ধন্যবাদ।

      মুছুন
  3. কানের ভিতর কিটকাট কামড় মারে এর প্রতিকার কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      সেবনে ফল পাবেন।ধন্যবাদ।

      মুছুন
  4. উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।ধন্যবাদ।

      মুছুন
  5. কানের মধ্যে পানি জমে থাকার কারণে কান পৃজে এটার করণীয় কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      সেবনে ভালো ফল পাবেন।ধন্যবাদ।

      মুছুন
  6. আমাৰ প্ররথমে কানে বেথা তার পর ঔষদ খেলাম ভালো হলো কিন্তু কানে বর্তমান সপা মারাযেনো লাগে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      আরোও কিছুদিন নিয়মিত করুন।ধন্যবাদ।

      মুছুন
  7. কানে ব্যাথা করে সব সময়,neodex drop usd করে থাকি,টেবলেট কিছু খেতে পারি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।
      সেবনে ভালো ফল পাবেন।ধন্যবাদ।

      মুছুন
  8. আমার কানের ভিতর ফোঁড়া উঠে এখন রস আসে, সাথে তীব্র ব্যথা,আমি এখন কি খাবো?

    উত্তরমুছুন
  9. আমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
    সেবনে ভালো ফল পাবেন।ধন্যবাদ।

    উত্তরমুছুন
  10. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  11. আমার কানে থ্যাথা, ডাঃ দেখায়েছি ঔষধ দিয়েছে 1/ Fexo-120,2/antibiotic-yar drop এখন প্রশ্ন হলো drop টি পাচ্ছি না, তবে এর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. উপরোক্ত ঔষধগুলো সেবনে ভালো ফল পাবেন।
      উপরোক্ত ড্রপ ব্যবহার করতে পারেন।
      সমস্যা বেশি মনে হলে,পুনরায় একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন।
      ধন্যবাদ।

      মুছুন
  12. আমার কানের ভিতরে সুরসুরি লাগত প্রথম দিকে। এরপর ব্যাথা আস্তে আস্তে তীব্র হচ্ছে।করনীয় কি?ধন্যবাদ।

    উত্তরমুছুন
  13. উপরোক্ত ঔষধগুলো সেবনে ভালো ফল পাবেন।
    সমস্যা বেশি মনে হলে,একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন।
    ধন্যবাদ।

    উত্তরমুছুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...