মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

সাদা স্রাব (LEUCORRHOEA)


              সাদাস্রাব বা লিকোরিয়া,প্রায় সব মহিলাদেরই একটি বিরক্তিকর জটিল ব্যাধি।
মহিলাদের যৌনাঙ্গ,জরায়ু বা যোনিপথ থেকে যে সাদা পিচ্ছিল রস বের হয়ে যোনিপথকে ভেজা রাখে,তাই সাদাস্রাব।অন্যভাবে বললে,
মাসিক স্রাবের আগে বা পরে,স্বামী স্ত্রীর সহবাসের সময়,যখন মহিলাদের যোনিপথে স্বাভাবিকের তুলনায় বেশী পরিমান স্রাব নির্গত হয়,সেটাই লিকোরিয়া।
তাছাড়া কিছু কিছু যুবতী বা মহিলাদের এমনিতেই সাদা স্রাব অতিরিক্ত আসে,যা যথেস্ট বিরক্তিকর।
সঠিক সময়ে,সঠিক চিকিৎসা নিলে এই রোগ নির্মূল করা সম্ভব।সাদাস্রাব বেশি আসার অনেক কারন আছে,আর তা হচ্ছে..................

কারনঃ
          #যোনিপথ কোন কারনে জীবানু দ্বারা আক্রান্ত হয়ে সংক্রমিত হলে।
          #কপার টি পরার সময় কোন ভাবে,যোনির ভিতরে জীবানু প্রবেশ করলে।
         #গর্ভপাতের পর যোনিপথে জীবানু সৃষ্টি হলে।
         #মাসিকের কাপড় নোংরা বা অপরিস্কার হলে।
        #মানিসিক দুশ্চিন্তা থেকেও লিকোরিয়া হতে পারে।

লক্ষনঃ
           #যোনি পথ দিয়ে প্রচুর রস বের হয়।
          #নির্গত রস দই বা ঘোলের মত সাদা দেখায়।
          #যোনিতে প্রচুর চুলকায় বা যোনির চারপাশ ফুলে যেতে পারে।
          #কখনও কখনও ক্ষরিত রসে দূরগন্ধ হতে পারে।
         #সহবাসে জ্বালাপোড়া থাকতে পারে।
        #প্রসাব করতে কস্ট হতে পারে।
        #রোগী রুগ্ন ও খিটখিটে স্বভাবের হয়ে যায়।

চিকিৎসাঃ
১।যোনিপথে ব্যাবহারের জন্য ভ্যাজাইনাল ট্যাবলেট খুবই ভালো ফল দেয়।
যেমন___V TAB_gynopevaryl-v, nystat v.t.,canesten v.t.
মাত্রা___১টি ভ্যাজাইনাল ট্যাব প্রতি রাতে মাসিকের রাস্তা দিয়ে জরায়ুতে ব্যবহার করতে হবে।
                এভাবে তীব্রতা অনুযায়ী ৩-৬দিন পর্যন্ত।

২।সাদাস্রাবের জন্য  FLUCONAZOLE  যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___CAP_flugal-50mg,omastin-50mg
মাত্রা___প্রত্যহ ০+০+১ করে ২১দিন সেব্য।

৩।উপরের ঔষধের সাথে  METRONIDAZOLE যুক্ত ঔষধ খুবই ভালো ফল দেয়.
যেমন___TAB_amodis-400,dirozyl-400mg
মাত্রা___প্রত্যহ ০+০+১ করে ২১দিন সেব্য।

৪।যোনির চুলকানি বন্ধের জন্য MEBHYDROLIN NAPADICYLATS যুক্ত ঔষধ খাওয়া যায়.
যেমন___TAB_mebolin-50mg,bexidal-50mg
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে ৭ দিন সেব্য।

৫।শরীর দুর্বলতার জন্য  VITAMIN B COMPLEX যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_v-plex,aristovit-b
মাত্রা___প্রত্যহ১+১+১ করে ৩০ দিন সেব্য।

৬।মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা দূর করার জন্য TRIFLUPERAZINE & NORTRYPTILINE  যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_norzin,norflu,moodon
মাত্রা___প্রত্যহ ০+০+১ করে ২১দিন সেব্য।

৭।পেটে গ্যাস হলে ESOMEPRAZOLE যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_nexam-20/40mg,esotid-20/40mg.
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে ৭ দিন সেব্য।

পথ্যঃ
        #স্বাভাবিক সব খাবার খাওয়া যাবে।তবে এলারজি যুক্ত খাবার পরিহার করা উচিৎ।
        #মাসিকের কাপড় পরিস্কার রাখতে হবে,অন্যের বাবহুত কাপড় পরিধান থেকে বিরত থাকবে।

*** গর্ভাবস্থায় সাদা স্রাবের জন্য ঔষধ খেলে ক্ষতির সম্ভবনা থাকে।তাই প্রসবের পরে লিকোরিয়ার ঔষধ খাওয়া ভালো।


                   সাদা স্রাব খুব বেশি আসলে,মোটেও খাটোকরে দেখবে না।কেননা এর থেকে জরায়ুর জটিল রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে।তাই দেরী না করে যত দ্রুত সম্ভভ একজন বিশেষজ্ঞের সাথে আলোচনা করবে।

২২টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।ধন্যবাদ।

      মুছুন
  2. উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      ধন্যবাদ।

      মুছুন
  3. উপারে যে ওশুদ গুলো দেয়া হইছে তাতে কি কাজ হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      সেবনে ভালো ফল পাবেন।ধন্যবাদ।

      মুছুন
  4. উল্লেখিত ঔষধসমুহের কোন সাইডইফেক্ট আছে কি না জানতে চাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      সেবনে ভালো ফল পাবেন।ধন্যবাদ।

      মুছুন
  5. এই ঔষধগুলোর কি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      সেবনে ভালো ফল পাবেন।ধন্যবাদ।

      মুছুন
    2. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      সেবনে ভালো ফল পাবেন।ধন্যবাদ।

      মুছুন
  6. উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।ধন্যবাদ।

      মুছুন
  7. খুবই উপকারী আর গুরত্বপূর্ণ তথ্য। ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      ধন্যবাদ।

      মুছুন
  8. ওষুধগুলো খাবার আগে বা পরে উল্লেখ করলে বেশি ভালো হতো

    উত্তরমুছুন
  9. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।
    এটি দ্রুত সমাধান হবে।

    উত্তরমুছুন
  10. সাইটটি খুবই সাধারণ মানুষের জন্য উপকারী হবে যদি সবসময় এরকম পোস্ট দেয়া হয়

    উত্তরমুছুন
  11. আসসালামুআলাইকুম,
    প্লিজ জানালে উপকৃত হব।
    সাদাস্রাব সাময়িক বন্ধ রাখার কোন উপায় অথবা ঔষধ আছে?

    যেমনঃ ২-৩ ঘন্টা লিকুরিয়া বের না হওয়ার কোন ঔষধ বা উপায় আছে?

    উত্তরমুছুন
  12. আসসালামুআলাইকুম,
    প্লিজ জানালে উপকৃত হব।
    সাদাস্রাব সাময়িক বন্ধ রাখার কোন উপায় অথবা ঔষধ আছে?

    যেমনঃ ২-৩ ঘন্টা লিকুরিয়া বের না হওয়ার কোন ঔষধ বা উপায় আছে?

    উত্তরমুছুন
  13. আমার বয়স ১৯।আমার প্রথম থেকেই সাদাস্রাব বেশি ক্ষরিত হয়।কিন্তু আজকাল তলপেটে ও কোমরে এ বেশ ব্যাথা অনুভূত হয়।তলপেটে সবসময় একটা ব্যাথা থাকে আর খেয়াল করলাম সাদাস্রাবে গন্ধ ও আছে।এখন আমার কি করা উচিৎ?

    উত্তরমুছুন
  14. আমার বউ কয়েক বছর ধরে সাদস্রাবে ভুগতেছে অনেক ঔষধ খেয়ে কিন্তু কোন কাজ হয়না। কোন ঔষধ খাওয়াইলে ভালো হবে। জানাইলে খুব উপকৃত হবো।

    উত্তরমুছুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...