বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

বুকে জমাট কাশি-বুক ব্যাথা-শ্বাস কস্ট (DYSPNOEA)


         সত্যিকার অর্থে,বুকে ব্যাথা বা কাশি,বিশেষ কোন রোগ নয়।এগুলা কোন রোগের লক্ষন।তাই একে মোটেও হেলাফেলা নয়।
বিভিন্ন কারনে জীবানু দ্বারা দূষনের ফলে শ্বাসতন্ত্রের নানা জটিলতা দেখা দিয়ে সংক্রমন হয়।আর শ্বাসতন্ত্রের এই জটিলতার জন্যই আমাদের বুকের ব্যাথা বা কাশি হয়।
তাছাড়া এর জন্য এলারজীও মারাত্নক ভাবে দায়ী।
বুকে ব্যাথা বা কাশি হৃদরোগ,হাপানী,ফুস্ফুসের জটিল রোগের লক্ষনও হতে পারে।
তাই সঠিক কারন খুজে চিকিৎসা করাতে হবে।
                     নিম্নে সাধারন কাশি বা বুকে কাশ জমে থাকলে বা বুক ব্যাথা হলে,প্রাথমিক চিকিৎসা উল্লেখ করা হল............

লক্ষনঃ
           #কাশি দিলে শ্লেষ বাইরে আসে বা আসে না।
          #কাশি পেকে যায়/ইনফেকশন।
          #বুকের জমাট বাধা শ্লেষ বুকে ব্যাথা সৃষ্টি করে।
          #কাশি বা বুক ব্যাথার সাথে জ্বর থাকতে পারে।
          #বুকের যে কোন স্থানে বা একটি স্থানে ব্যাথা হতে পারে।
          #জমাট শ্লেষ উঠাতে জোরে কাশি দিতে হয়।
          #কফ দীর্ঘ দিন ধরে থাকলে,পরবর্তীতে কাশির সাথে রক্ত আসতে পারে।
          #কাশির সাথে বুকে ব্যাথা,স্বাসকস্ট বাড়াতে পারে।
                *** যদি বুকের বাম পাশে ব্যাথা হয়,তাহলে হার্টের ব্যাথা হতে পারে।
                *** শ্বাসকস্টের সাথে বুকের ভিতর থেকে শাই শাই শব্দ হলে হাঁপানি হতে পারে।

চিকিৎসাঃ
১।বুকের ব্যাথা কমানোর জন্য কিংবা জ্বর থাকলে PARACETAMOL যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__ napa-500mg,ace-500mg,fast-500mg
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে আহারের পর।বুক ব্যাথা না কমা পর্যন্ত বা জ্বর থাকলে।

২।কফ শক্ত হলে,নরম করে বের করার জন্য MUCOLITIC যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___SYP__a-cold,mucolyt
মাত্রা___প্রত্যহ ২/৩চা চামচ করে আহারের পর।কফ সম্পূর্ণ না বের হওয়া পর্যন্ত।

৩।কাশি পাকলে বা ইনফেকশন থাকলে AZITHROMYCIN যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__zimax-250/500mg,azin-250/500mg
মাত্রা___প্রত্যহ ০+০+১ করে ৭দিন।বয়সভেদে মাত্রা তারতম্য হবে।

৪।শ্বাসকস্ট থাকলে AMINOPHYLINE যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__filin-100mg,aninoohylin-100mg.
মাত্রা___প্রত্যহ ১+0+১ করে আহারের পর,১৫ দিন সেব্য।

পথ্যঃ
        #উষ্ণ বা গরম খাবার খাওয়া উত্তম।
        #ঠান্ডা খাবার বা পানীয় পরিহার করতে হবে।
       #খোলা বা ঠান্ডা বাতাসে চলাফেরায় সতর্কতা অবলম্বন করবে।
       #বুকে ঠান্ডা বাতাস লাগতে দেবে না।
*** বেশি কাশি হলে প্রকৃতির দান খাটি সরিষার তেল,বুকে মালিশ করলে ভালো আরাম পাওয়া যায়।

    অবস্থার উন্নতি না হলে,দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।
মনে রাখবে, একনাগাড়ে ২১দিনের বা ৩ সপ্তাহর বেশি কাশি থাকলে মোটেও গাফলতি করা যাবে না।কফ পরীক্ষার জন্য,হাসপাতালে যাবে।

২টি মন্তব্য:

  1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।ধন্যবাদ।

    উত্তরমুছুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...