বাধক ব্যাথা,তরুণী কিংবা বিবাহিত/অবিবাহিত মহিলাদের এক পরিচিত নাম। মেয়েদের ঠিকমত ঋতু পরিস্কার না হলে এমনটি হয়।
মাসিক রক্তস্রাবের সময় নানাবিধ গোলযোগের কারনে,ডিম্বাশয়,কিংবা জরায়ুর বিভিন্ন অসুবিধায় এ ব্যাথার সৃষ্টি হয়।প্রতিমাসের মাসিকের সময় তলপেটের বাম বা ডান পাশে এবং কোমরে খুব ব্যাথা হয়।তাছাড়া জরায়ু পেশির বেশি সংকোচনের জন্যও এমনটি হতে পারে।ব্যাথার সাথে অল্প পরিমান রক্তও ভাংতে পারে
লক্ষনঃ
#মাথা ভার ভার লাগা বা মাথা ব্যাথা থাকতে পারে।
#কারোও বমি বমি ভাব বা বমি হতে পারে।
#তলপেটের বাম/ডান বা উভয় পাশেই ব্যাথা হতে পারে।
#কারোও ব্যাথা তীব্র হতে পারে।
#কোমর ভার ভার লাগে।
#খাবারে অরুচি হয়।
চিকিৎসাঃ
১।তলপেটের ব্যাথা কমানোর জন্য HYOSINE BUTYLE BROMIDE যুক্ত ঔষধ ভালো কাজ করে।
যেমন___TAB_ hysomide,butapen,
মাত্র___ব্যাথা থাকলে ১+১+১ করে সেব্য।
২।পেটে গ্যাস হলে ESOMEPRAZOLE যুক্ত ঔষধ ভালো কাজ করে।
যেমন___TAB_nexam-20/40mg,esoral-20/40mg.
মাত্র___ প্রত্যহ ১+০+১ করে আহারের ২০মিনিট আগে সেব্য।
৩।মানসিক দুশ্চিন্তা বা ভয়,সংকোচ থাকলে TRIFLUPERAZINE HCL যুক্ত ঔষধ খাওয়া ভালো।
যেমন___TAB_norzin,moodon.
মাত্র___ প্রত্যহ ১+০+১ করে মাসিক শেষ হওয়ার দিন পর্যন্ত।
৪।হরমনের গোলযোগের কারনেও,মাসিকের সময়ে তলপেট ব্যাথা হতে পারে।তাই মোটেও হেলাফেলা নয়। যদি বাধক ব্যাথা প্রতিমাসেই এমন হতে থাকে,তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবোধানে চিকিৎসা করাতে হবে।
পথ্যঃ
#রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
#দ্রুত ব্যাথা কমানোর জন্য গরম পানি বতলে ভরে তলপেট বা কোমরে সেক দেয়া ভালো।
#উষ্ণ ও গরম খাবার খাবে।
#পুস্টিকর ও প্রোটিন জাতীয় খাবার খাবে।
তলপেট বা কোমর ব্যাথা তীব্র হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন