শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

দাউদ(RINGWORM)


                        আমাদের দেশে এ দাউদে আক্রান্ত লোকের সখ্যা প্রচুর।এটি জীবানু ঘটিত চর্মরোগ রোগ।একজনের শরীরে এই রোগ একবার ঢুকতে পারলেই,সারা শরীরে এটি আক্রমন করে।এমনকি অন্য সুস্থ্য লোককেও আক্রমন করতে পারে।এ রোগ চামড়া,চুল,আংগুলের নখেও হতে পারে।নোংরা  কাপড়ের মাধম্যেও এ রোগ হতে পারে।যেমন_মোজার মাধ্যমে পায়ে।শার্টের মাধ্যমে বগলে,মেদের পেটিকোরটের ফিতার বাধন বরাবর,এমনকি ব্লাউজের নিচের রেখা বরাবরও হতে পারে।
দাউদ এক এক স্থানে সংক্রমনের জন্য একেক রকমের নামকরন করা হয়।

শরীরের বিভিন্ন স্থানের উপর সংক্রমনের উপর নির্ভর করে এর নামগুলো নিচে দেওয়া হল,
১।TENIA CRURIS:: এটি বোগল বা কূকচিতে দেখা দেয়।প্রথমে ফুস্কুড়ির মত দেখায়,পরে ছড়িয়ে                                          পরে রিং এর মত গোলাকার হয়ে যায়।
২।TENIA CORPORIS::বুকে বা পেটে দেখা দেয়।এটি দেখতে বেশ বড় ও গোলাকার।
৩।TENIA BARBAE::এটি সাধারনত গালে দেখা দেয়।গালের উপরের দিকে ওঠে না বরং নিচের                                             দিকে নামতে থাকে।
৪।TENIA CAPITIS::এটি ছোটদের মধ্যে বেশি হয়।মাথা ও খুলেতে আক্রমন করে।
৫।TENIA PEDIS::সাধরনত পায়ের পাতা,তলা এবং আঙ্গুলে আক্রমন করে।
৬।TENIA ANGUIUM::এটি একমাত্র নখে হয়।আক্রান্ত নখ খাওয়া খাওয়া হয়ে যায়।

লক্ষনঃ
          #আক্রান্তস্থান খুব চুলকায় এবং ফুস্কুড়ির মত ফুলে ওঠে।
          #ক্ষত হলে আঠালো কষ বেরোয়,এবং এর চারদিক ফুলে উঠে বরডার এর মত হয়।
          #আক্রান্ত স্থান চুলকালে বেশ জ্বালা পড়া করে।
          #ক্ষত স্থানে কষ ব্যাতিত রক্ত ঝরে না বললেই চলে।
          #এক্রান্ত স্থান শুকনো হলে চামড়ার রঙের মত দেখায়।
         #ঘা একটূ শুকিয়ে পুনরায় হতে পারে।

চিকিৎসাঃ
১।দাউদ সশরীরের বিভিন্ন স্থানে বা যে কোন স্থানে আক্রমন করলে ফাংগাস বিরোধী ঔয়াহধ খেতে হয়।এর জন্য সবচেয়ে কার্যকারী হচ্ছে FLICONAZOL যুক্ত ঔষোধ।
যেমন___CAP_flugal-50/150mg.floconal-50/150mg,omastin-50/150mg
মাত্রা__৫০মিলি এর জন্য,প্রত্যহ ০+০+১ করে ১০-১৫দিন সেব্য।
             ১৫০মিলি এর জন্য,প্রতি ৪দিন অন্তর ৭টী ক্যাপ্সুল খাওয়া ভালো।

২।আক্রান্ত স্থানে ব্যবহারের জন্য বিভিন্ন মলম,এগুলো খুবই ফলদায়ক।
  যেমন___CREAM_pevison,fungison,aristocort
মাত্রা___ আক্রান্ত স্থানে প্রত্যহ ২/৩ বার।

৩।আক্রান্ত স্থান বেশি মাত্রায় সংক্রমিত হলে,উপরোক্ত ঔষোধের সাথে AZITHROMYCIN  যুক্ত ঔষোধ খাওয়া যেতে পারে।
  যেমন___TAB_zimax250/500,azin-250/500mg
মাত্রা___ প্রত্যহ ০+০+১ করে ৫দিন।

৪।চুলকানি বন্ধের জন্য CTERIZINE HCL যুক্ত ঔষোধ খাওয়া যেতে পারে।
  যেমন___TAB_alatrol,cetizen
মাত্রা___ প্রত্যহ ১+০+১ করে ৫দিন

পথ্যঃ
        #যে সব খাবার খেলে এলারজী হয়,তা পরিহার করবে।
        #পরিস্কার পরিচ্ছন্ন থাকবে।
        #আক্রান্ত স্থানে সাবান বা সোডা ব্যাবর করবে না,কেননা এর উৎপন্ন ফেনার সাথা শরীরের অনত্র্য এর জীবানু ছড়াতে পারে।

                        সংক্রমন বেশি মনে হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাবে।

২টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
      ধন্যবাদ।

      মুছুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...