বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

ব্রন (ACNE)


                  ব্রন।মানুষের মুখোমন্ডলের শ্রী বিনাশকারী। যুবক বা যুবতীদের কাছে এ যেন এক মহা বিপদ।সবাই ব্যাস্ত ব্রন কমানোর জন্য,এটা _ওটা লাগিয়েই চলছে।তবুও ব্রন আছেই।
এটা একটি শরীরবৃত্তীয় প্রকাশ।এটি অল্প বয়স্ক ছেলে মেয়েদের বেশি দেখা দেয়।বিশেষ করে  টিনএজারদের।
যখন আমদের শরীরের এন্ডজেন হরমনের প্রতিক্রিয়ায়,চর্ম গ্রন্থির ক্রিয়া বেড়ে যায়,তখনই মুখমন্ডল বা গালে,কপালে ব্রন উঠে।
বয়ঃসন্ধিতে এটি বেশি মাত্রায় প্রকাশ পায়।
ব্রন প্রদাহ সৃষ্টি করতে পারে,তাছাড়া নখের থেকে জীবানু দ্বারা ইনফেকশন হলে,ব্রন পুজের মত গুটি হয়ে দেখা দেয়।

কারনঃ
          #এন্ডজেন হরমনের গোলযোগের কারনে ব্রন হয়।
          #অত্যাধিক মাত্রায় চর্বিযুক্ত ও শর্করা খাবার খেলে ব্রন বেশি হয়।
          #অন্তক্ষরা গ্রন্থীর গোলযোগের কারনে ব্রন হয়।
          #মানসিক দুশ্চিন্তা বা টেনশনের কারনেও ব্রনহতে পারে।
          #পরিপাকতন্ত্রের কোন গোলযোগের কারনে ব্রন হয়।
         #বিভিন্ন প্রকার ঔষধ,যেমন>>জন্মনিয়ন্ত্রন বড়ি,স্টেরয়েড জাতীয় ঔষধ,খিচুনী রোধী ঔষধ একনাগাড়ে ব্যবহার করলে ব্রন হয়।
         #খাদ্যে এলারজীর থেকেও ব্রন হতে পারে।
         #ঘন ঘন কোস্টকাঠিন্য হলে ব্রন হতে পারে।

চিকিৎসাঃ
১।প্রতিদিন মল পরিস্কার না হলে বা কোস্টকাঠিন্য থাকলে LACTULOSE জাতীয় ঔষধ খাওয়া যায়।
যেমন___SOLU___avolac,laclose.
মাত্রা___২/৩ চামচ করে খেতে হয়,মল নরম না হওয়া পর্যন্ত।

২।মানসিক দুশ্চিন্তা থাকলে NORTRIPTYLIN & FLUPENAZINE জাতীয় ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_ norzin,norflu.
মাত্রা___ প্রত্যহ ০+০+১ করে ১৫ দিন সেব্য।

৩।ব্রনে ব্যাথা বা ইনফেকশন থাকলে TETRACYCLIN জাতীয় ঔষধ খাওয়া যায়
যেমন___CAP__a-tetra-250mg,tetracyclin-250mg.
মাত্রা___ প্রত্যহ  ১+১+১ করে ৩০ দিন সেব্য।

৪।উপরের ঔষধ গুলোর সাথে ট্রিটিনইন জাতীয় ঔষধ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
যেমন__CREAM__retin-a,nilac
মাত্রা___প্রত্যহ ২/৩ বার মুখোমন্ডলে লাগাতে হবে।

বিধি_নিষেধঃ
                    #অক্রান্ত ব্রন নখ দিয়ে খোচাবে না।এতে ব্রনের পরিমান আরও বাড়ে।
                   #ব্রনে সাবান লাগাবে না।মাথার শ্যাম্পু দিয়ে মূখোমন্ডল ধৌত করবে।
                  #আক্রান্ত স্থান পরিস্কার করে,নরম কাপড় দিয়ে মুছে,ক্রিম লাগাবে।

পথ্যঃ
          #বেশি তৈলাক্ত খাবার বা বেশি মসলা যুক্ত খাবার পরিহার করবে।
         #কোমল পানীয় বা চকলেট না খাওয়া ভালো।
         #জাঙ্কফুড বা মুখোরোচক খাবার না খাওয়া ভাল।
         #মুখোমন্ডলে কোন প্রকার প্রসাধনী লাগানো যাবে না।


                   এরপরও ব্রনের পরিমান না কমলে একজন ভালো চর্ম বিশেষজ্ঞের নিকট যাবে।

1 টি মন্তব্য:

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...