একজিমা /বিখাউজ!! অত্যন্ত খারাপ এক চর্ম রোগ।শরীরের যে কোন স্থানে এ রোগ হতে পারে।বিভিন্ন কারনে শরীরে এন্টিজেন এবং এন্টিবডির প্রতিক্রিয়ায় এ রোগের জন্ম হয়।আক্রান্ত স্থানে প্রদাহের সৃষ্টি হতে পারে।বিশেষ করে বিভিন্ন প্রকার চর্ম রোগ একত্রে জটিল অবস্থার মাধ্যমে বিখাউজ এর জন্ম দেয়।
তাছাড়া বিভিন্ন প্রকার কেমিক্যাল রিয়েকশন যেমন,প্রসাধণী এর মাধ্যমেও এই রোগ হতে পারে।সাধারনত দু রকমের বিখউজ দেখা দেয়।
তা হচ্ছে, কোন কিছুর সংস্পর্শে এসে চামড়ায় প্রদাহের মাধ্যমে বিখাউজ এর জন্ম দেয়।আবার কোন কিছুর সংস্পর্শ ছাড়ায় শারীরিক কোন কারনে চামড়ায় বিখাউজের জন্ম নিতে পারে।
এ রোগের আক্রান্তে স্থানের চামড়া খাওয়া মত উঠে যেতে থাকে।আবার কোথাও ছোট গোল আকৃতির মত হয় এবং আবরন উঠে যায়।
লক্ষণঃ
#প্রথমে খুব চুলকায়,ছোট ঘামাচির মত দেখা যায়।
#বেশির ক্ষেত্রে চামড়ার ভাজে,বগলে,হাটুতে,কব্জি,আঙ্গুলের ফাকে বেশি হয়।
#আক্রান্ত স্থানে চলটা থাকে,এবং শুকনো মনে হয়।
#চুলকানোর পর কষ পড়ে,এবং জ্বলে।
#এটি কখনো কখনো ফাটা এবং কাটা মতন দেখায়।
#আক্রান্ত স্থানের বর্ডার দাউদের মত স্পস্ট নয়।
চিকিৎসাঃ
১।চুলকানি বেশি হলে CETRIZIN HCL যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB_alatrol,cetzin
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে প্রয়োজন অনুযায়ী।
or SYP___alatrol,cetzin
মাত্রা___প্রত্যহ ১/২চা চামচ করে প্রয়োজন অনুযায়ী।বয়স ভেদে মাত্রা ভিন্ন হবে
২।আক্রান্ত স্থানে ব্যবহারের জন্য বিভিন্ন ক্রিম
CREAM_dermoveate,clovet,dermasol
মাত্রা___আক্রান্ত স্থান পরিস্কার করে প্রত্যহ ২/৩ বার লাগাবে।
অথবা,
হাইডকরটিসান যুক্ত মলম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
যেমন___ CREAM__unicort-n,hydrocort,aristocort
মাত্রা___আক্রান্ত স্থান পরিস্কার করে প্রত্যহ ২/৩ বার লাগাবে।
৩।আক্রান্ত স্থান সংক্রমিত হলে CEFIXIM যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___CAP_cef-3-200mg,fix-a-200mg
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে ৭দিন সেব্য।
৪।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ANTIOXIDENT যুক্ত ঔষধ খেলে ভালো ফল পাওয়া যায়।
যেমন___TAB_rex,antox
মাত্রা___প্রত্যহ 0+০+১ করে ৩০ দিন।
পথ্যঃ
#এলারজি যুক্ত খাবার পরিহার করবে।
#যৌন রোগ হতে খুব সতরক থাকতে হবে।
#ব্যাক্তগত স্বাস্থ্যনিতী মেনে চলবে।
#মনে রাখবে বিখাউজ/একজিমার বেলাইয় আত্নরক্ষামুলোক ব্যবস্থা গ্রহন করতে হয়।
#আক্রান্ত স্থান খুব ভালো করে পরিস্কার রাখতে হবে।
#বেশি করে পটাশিয়াম পার ম্যাংগানেট দ্রবন দিয়ে ভালো করে ধুতে হবে।
রোগ সংক্রমনের আশঙ্কা থাকলে একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নেবে।
চমৎকার টিপস। ধন্যবাদ।
উত্তরমুছুনআমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।ধন্যবাদ।
মুছুনউপকারী পরামশ, ধন্যবাদ।
উত্তরমুছুনআমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।ধন্যবাদ।
মুছুনধন্যবাদ
উত্তরমুছুনআমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
মুছুনধন্যবাদ।
Thanks
উত্তরমুছুনআমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
মুছুনধন্যবাদ।
Eramin tablets 5 mg এটা কি খাওয়া যাবে কি? জানালে খুবখুশিহব।
উত্তরমুছুন