বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

নাক দিয়ে রক্ত পড়া/EPISTAXIS


            আমদের মধ্যে যে কারোও প্রায়ই নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।এটি বিভিন্ন কারনে দেখা দিতে পারে।অল্প সময় পর পর  নাক দিয়ে রক্ত পড়ে,এবং তা ১-২ দিন অনবরত পড়তে থাকে।
এর উপযুক্ত কারন খুজে,চিকিৎসা করানো উচিৎ।এটি অনেক সময় জটিল কোন রোগ নির্দেশ করে,যেমন,রক্ত জমাট বাধার জটিলতার মত রোগ।

নাক দিয়ে রক্ত কেন ঝরেঃ
                               #জন্মগত কারনে যদি রক্ত জমাট বাধার ক্ষমতা কম থাকে।
                               #সানুসাইটিস,নাক দিয়ে অবিরাম পানি ঝরা,জ্বর আক্রান্ত শরীরে দেখা দিতে পারে
                               #নাকের ভিতর টিউমার বা ক্যান্সার থাকলে।
                              #বুক,মাথা বা নাকে আঘাত লাগলে।
                              #বেশী উচ্চ রক্তচাপ থাকলে।
                              #নাকের ভিতর ঘা/ইনফেকশন থাকলে,
চিকিৎসাঃ
১।অতিরিক্ত রক্ত ঝরতে থাকলে, INJ__HEMOLYSIN.  এর ১এম্পুল ভেংগে মুখে খাওয়ানো যেতে পারে।তাতেও কাজ না হলে শিরা পথে ইঞ্জেকশন করতে হয়।এ কাজের জন্য একজন বিশেষজ্ঞ দরকার।

২।রোগীকে পূর্ণ বিশ্রামে রেখে চিকিৎসা করতে হবে।
      প্রশান্তি আনয়নের জন্য DIAZEPAM যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_sedil,seduxen
মাত্রা___প্রত্যহ ০+০+১,করে ১০-১৫দিন সেব্য।

৩।রক্ত জমাট বাধার ক্ষমতা বাড়ানোর জন্য VITAMIN-K যুক্ত ঔষধ দেয়া যেতে পারে।
যেমন___TAB_vitamin-k
মাত্রা___প্রত্যহ ০+০+১,করে ১০-১৫দিন সেব্য।

৪।নাকে ইনফেকশন/ক্ষত থাকলে AZITHROMYCIN যুক্ত ঔষধ দেয়া যেতে পারে।
যেমন___TAB_zimax-250/500,azin-250/500mg(৮-১৬বছর পর্যন্ত ২৫০mg এবং ১৬বছরের  ঊরধ_৫০০mg)
মাত্রা___প্রত্যহ ০+০+১,করে ৫দিন সেব্য।

৫।শরীর দুর্বলতার জন্য MULTIVITAMIN যুক্ত ঔষধ দেয়া যেতে পারে।
যেমন___TAB_bextram gold,nutrum gold,filwel gold(৫০বছর এর মধ্যে)
             or  TAB_bextram silver,nutrum silver,filwel silver(৫০বছর এর বেশি)
মাত্রা___প্রত্যহ ০+১+০,করে ৩০ দিন সেব্য।

পথ্যঃ
          #খেতে পারলে সব ধরনের খাবার খেতে পারবে।
          #যতটা সম্ভব ঠান্ডা থেকে দূরে থাকাই ভালো।

                   রোগীর জটিলতা বাড়তে থাকলে,দ্রুত নিকটস্থ সেবা কেন্দ্রে যেতে হবে।

২টি মন্তব্য:

  1. আমার মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ে।৬মাস বা তারো বেশি সময় পরপর।আমি কি করবো ।

    উত্তরমুছুন
  2. আমি খুবই দু:খিত।ব্যক্তিগত এবং প্রোফেশনাল কাজে খুবই ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।
    সেবনে ভালো ফল পাবেন।আশাকরি ঔষধ চালিয়েছেন।ধন্যবাদ।

    উত্তরমুছুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...