সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

চোখ উঠা (CONJUNCTIVITIS


                 চোখ উঠা,আমাদের দেশের জন্য খুবই পরিচিত।এ রোগটি অত্যন্ত ছোয়াছে।এমনকি মহামারী আকারেও দেখা দেতে পারে।
চোখে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমনের জন্য এ রোগ হয়।

লক্ষনঃ
            #চোখ খচখচ করে।যন্ত্রনাও হতে পারে।
            #চোখ লাল হয়ে রক্তবর্ণ হয়।
            #চোখ দিয়ে পানি ঝড়তে থাকে।
            #চোখ ফুলে যেতে পারে,আলো সহ্য করতে কস্ট হয়।
            #চোখে পিচুটি জমা হয়।এবং তা খুবই দ্রুত।

চিকিৎসাঃ
১।চোখে ব্যাবহারের জন্য CHLORAMPHENICOL  জাতীয় ঔষধ।
যেমন___DROP___opsophenicol,a-phenicol.
মাত্রা___দিনে ২/৩ ফোটা করে ৩/৪ বার চোখে ব্যবহার করতে হবে।
                 অথবা,
                     ড্রোপ ব্যবহারে ঝামেলা হলে মলম আকারে ব্যবহার করা যেতে পারে।
যেমন___OINT__a-phenicol,aristophen.
মাত্রা___দিনে ৩/৪ বার চোখে ব্যবহার করতে হবে।

২।চোখে ব্যাথা থাকলে  PARACETAMOL যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__napa-500mg,ace-500mg,fast-500mg.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে আহারের পর ৩ দিন সেব্য।
                or      SYP__napa,ace,fast
মাত্রা___প্রত্যহ ১/২চা চামচ করে আহারের পর ৩ দিন সেব্য।

৩।চোখে চুলকানি থাকলে  CETRIZINE HCL  যুক্ত ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__alatrol,citizin.
মাত্রা___প্রত্যহ ১+0+১ করে আহারের পর ৫ দিন সেব্য।
                 or      SYP__alatrol,citizin.
মাত্রা___প্রত্যহ ১/২চা চামচ করে আহারের পর ৩ দিন সেব্য।

করনীয়ঃ
             #চোখের পিচুটি বা পানি পরিস্কারের জন্য পরিস্কার কাপড় ব্যবহার করবে।
            #যদিও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এমন প্রতিষেধক তৈরী হয়নি, কিন্ত ভাইরাসের উপস্থিতিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানোর জন্য ঔষধ ব্যবহার করা উচিৎ।

পথ্যঃ
           #স্বাভাবিক সব রকম খাবারই খাবে।
           # ঠান্ডা খাবার বা পানীয় পরিহার করা উচিৎ।
          #বাইরে বের হলে বা রৌদ্রে গেলে চোখে রঙ্গিন চশমা ব্যবহার করতে হবে।

চোখ নিয়ে কোনপ্রকার গাফলতি নয়।আরোগ্য হতে সময় লাগলে,দেরী না করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...