বাংলাদেশে PRIMARY HEALTH CARE এর ক্ষেত্রে যে বিষয় সমুহকে অগ্রাধিকার দেওয়া হয়
@স্বাস্থ্য বিষয়ে শিক্ষা।
@সুস্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন।
@মা_বাবার সেবা করা।
@মা ও শিশু স্বাস্থ্য।
@পরিবার পরিকল্পনা।
@টিকাদান কর্মসূচী।
@ডায়রিয়া ও কলেরা নিয়ন্ত্রন।
@ম্যালেরিয়া নিয়ন্ত্রন।
@কালাজ্বর ও যক্ষা নিয়ন্ত্রন।
@কুশঠ রোগ নিয়ন্ত্রন।
@গলগন্ড ও রক্তস্বল্পতা নিয়ন্ত্রন।
@কৃমি নিয়ন্ত্রন।
@এ আর আই কার্যক্রম পরিচালনা বা শ্বাসতন্ত্র সংক্রমন নিয়ন্ত্রন।
@সেবা দানকারী প্রতিস্টানের ল্যাবরেটরী কার্যক্রম তদারকি করা বা জোরদার করা।
@সাধারন রোগ বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা করা।
@নিরাপদ পানি এবং পয়ঃনিস্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা।
@জন্ম ও মৃত্যুর পরিসংখ্যান হিসেব রাখা।
@বিভিন্ন রোগতত্বের পর্যবেক্ষণ করা।
@জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা।
বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি/বেসরকারী সেবা দানকারী প্রতিষ্ঠানই PRIMARY HEALTH CARE এর ক্ষেত্রে এ বিষয়গুলি লক্ষ্য রেখেই কাজ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন