এটি এক রকম হটাত করেই হয়।এতে রোগী প্রচন্ড হাচি দিতে থাকে,রোগীর নাক বন্ধ হবার উপক্রম হয় এমনকি নাক দিয়ে টপটপ পানি ঝড়তে থাকে।সাধারনত ধুলা বালু,তুলার আশ,বাতাসে ভেসে বেড়ানো ধুলিকনা,ঘরে লুকিয়ে থাকা ময়লা এমনকি কোন খাবারের থেকে এলারজি জনিত কারেনে,এমনটি হয়।এতে রোগী অনবরত হাচি দিতে থাকে,যা খুবই বিরক্তকর।
এটি ন্যাজোফেরেঞ্জিয়াল মিউকসার একটি ভাইরাস জনিত সংক্রমন।
ঋতু পরিবর্তনের সাথে সাথে এ রোগ বেশী দেখা দেয়।
তবে কারো ধুলা কিংবা খাবারে এলারজী থাকলে,তার এ রোগ বেশী হয়,এমনকি সারাবছরই এ রোগের উপসর্গ দেখা দিতে পারে।
লক্ষনঃ
#চোখ-মুখ ফোলা ফোলা থাকে।
#চোখের সাদা অংশ লাল হয়ে যায়।
#চোখ চুলকায় এবং নাকের মধ্যে শির শির করে।
#নাক দিয়ে পানি পড়ার সাথে সাথে নাক বন্ধ হবার উপক্রম হয়।
#ঘন ঘন হাচি আসে।
#শরীরে তেমন একটা জ্বর থাকেনা,থাকলেও সামান্য।
#মাথা ভার ভার বোধ কিংবা ব্যাথা হতে পারে।
চিকিৎসাঃ
১।হাচি বা নাকে পানি পড়া বন্ধের জন্য CHLORPHENERAMINE MALEATE যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_histacin,cinamin,histalex
মাত্রা___প্রত্যহ ১+০+১ ভরা পেটে,৩ থেকে ৭ দিন।
or SYP_histacin,histalex,cinamin
মাত্রা___প্রত্যহ ১-২ চা চামচ ৫-৭ দিন।বয়সভেদে মাত্রার তারতম্য হবে।
অথবা,
PROMETHAZINE HCL যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_phenergan-10,otocil-10
মাত্রা___প্রত্যহ ১+০+১
or SYP_phenergan,phenerex,methazene
মাত্রা___প্রত্যহ ১ থেকে ২ চা চামচ ৫-৭ দিন সেব্য।বয়সভেদে মাত্রার তারতম্য হবে।
অথবা,
CITIRIZINE যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে,
যেমন___TAB_cetizin,atrizin,alatrol
মাত্রা___প্রত্যহ ১+০+১ ভরা পেটে ৩-৭ দিন
or SYP_cetizin,atrizin,alatrol
মাত্রা___প্রত্যহ ১ থেকে ২ চা চামচ ৫-৭ দিন সেব্য।বয়সভেদে মাত্রার তারতম্য হবে।
অথবা,
LORATIDINE যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে,
যেমন___TAB_oradin,orin,loratin
মাত্রা___প্রত্যহ ১+০+১ ভরা পেটে ৩-৭ দিন
or SYP_oradin,orin,loratin
মাত্রা___প্রত্যহ ১ থেকে ২ চা চামচ ৫-৭ দিন সেব্য।বয়সভেদে মাত্রার তারতম্য হবে।
২।শরীরে ব্যাথা কিংবা গলা ব্যাথা কিংবা জ্বর থাকলে PARACITAMOL যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_ace-500,napa-500,fast-500
মাত্রা___প্রত্যহ ১+০+১ বা ১+১+১ ভরা পেটে ৩-৭ দিন
or SYP_ace,napa,fast
মাত্রা___প্রত্যহ ১ থেকে ২ চা চামচ ৫-৭ দিন সেব্য।বয়সভেদে মাত্রার তারতম্য হবে।
অথবা,
মাথা ব্যাথা বেশী হলে,PARACITAMOL+CAFFEIN যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_napa extra,ace plus,fast plus
মাত্রা___প্রত্যহ ১+০+১ বা ১+১+১ ভরা পেটে
৩।শরীরে দুর্বলতা থাকলে VITAMINE B যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_v-plex,b-50 fort
মাত্রা___প্রত্যহ ১+০+১ বা ১+১+১ ভরা পেটে ১৫ দিন।
or SYP_v-plex,b-50 fort
মাত্রা___প্রত্যহ ১ থেকে ২ চা চামচ ১৫ দিন সেব্য।বয়সভেদে মাত্রার তারতম্য হবে।
পথ্যঃ
#গরম ও উঞ্চ তরল খাবার বা পানিয় গ্রহন করা।
#এলারজি যুক্ত খাবার পরিহার করা।
বিধি-নিষেধঃ
#ঠান্ডা বাতাসে চলাফেরা না করা।
#নাকে ধুলা বালু রোধী মাস্ক ব্যবহার করা।
#বন্ধ নাকের জন্য লবন পানি ব্যবহার করা, এক কাপ হালকা গরম পানিতে ২/৩ চিমটি লবন ফেলে,এ লবন যুক্ত হালকা গরম পানি নাকে টেনে টেনে নাক পরিস্কার করা।এতে ভাল ফলাফল পাওয়া যায়।
#গলা ব্যাথা থাকলে,হালকা গরম পানিতে গরগরা করা।
এরপরও আশানুরুপ ফল না মিললে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে
খুবি ভাল ডাক্তার বাড়ী
উত্তরমুছুনআমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।ধন্যবাদ।
মুছুনএখানে তিনটা টেবলেট আছে histasin,cinamin, histalex. একসাথে খেডে নাকি যেকোন একটি হলে চলবে
উত্তরমুছুনআমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি। যে কোন একটি সেবন করুন।খেয়াল করে দেখেন,সিরিয়াল অনুযায়ী একটি ঔষধের শেষে কমা(,) চিহ্ন আছে।ধন্যবাফ
মুছুনআমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি। যে কোন একটি সেবন করুন।খেয়াল করে দেখেন,সিরিয়াল অনুযায়ী একটি ঔষধের শেষে কমা(,) চিহ্ন আছে।ধন্যবাফ
মুছুনখুব সুন্দর।আমি উপকারিতা পাইছি
উত্তরমুছুনআমি খুবই দু:খিত।দেশের বাইরে থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি।ক্ষমা চাচ্ছি।।ধন্যবাদ।
মুছুনভৌতিক গল্প কবিতা অনুবাদ বই পড়তে ঘুরে আসতে পারেন BhootGoyenda Blog
উত্তরমুছুন