টনসিলের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত।এই টনসিলের প্রদাহ একবারেই সেরে যায় না।তবে সঠিক চিকিৎসা করালে এ রোগ থেকে মুক্ত থাকা যায়।
মুখের ভিতর ফ্যারিংস এর দুই পাশের দেয়ালে দুটি টোনসিল গ্ল্যান্ড থাকে।বিশেষ করে মুখ বড় করে হা করলে জিহবার শেষ প্রান্তের পার্শ্বে টনসিলের অবস্থান।এটি লিম্ফয়েড দ্বারা গঠিত এবং উপোরিভাগ মিউকাস মেম্ব্রেন নামক পাতলা পর্দা দ্বারা আবৃত।
টনসিল গ্লান্ডের যে রস নিঃসৃত হয় সেটিকে ভ্যাকাস ক্ষরন বলে।এ রসে লিম্ফসাইট থাকে।
এটি মুখের ভেতর আত্নরক্ষার বিশেষ কাজ করে।যদি কোনভাবে এর স্বভাবিকতা বন্ধ হয় অথবা কোন জীবানু দ্বারা আক্রান্ত হলে টনসিলাইটিস রোগ হয়।
আমাদের মুখ গহ্বর জীবানুর ভান্ডার।বিশেষ করে আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে জীবানু সর্বক্ষণ লেগেই থাকে।অনেক সময় ঠান্ডা আবহাওয়ার তারতম্যে জীবানুগুলো সক্রিয় হয়ে ওঠে এবং টনসিল গ্লান্ড দুটি আক্রমন করে,টনসিলাইটিস রোগের জন্ম দেয়।
যারা মুখ গহ্বর নিয়মিত পরিস্কার রাখে না,তাছাড়া,যারা নিয়মিত ঠান্ডা বা সর্দিতে আক্রান্ত হয়,সাধারনত তারাই বেশি টনসিলাইটিস রোগে আক্রান্ত হয়।
লক্ষনঃ
#গলার ভেতরে ব্যাথা হয়।কিছু গিলতে কস্ট হয়।বা ঢেকুর তুলতে কস্ট হয়।
#শরীরে জ্বর থাকতে পারে।জ্বর ১০০/১০৩ ডিগ্রী ফারেনহাইট হতে পারে।
#টনসিল দুটি আকারে বৃদ্ধি পায়,বা ফুলে ওঠে।
#টনসিল দুটি লাল বর্ণ ধারন করে,ব্যাথা হতে পারে।
#শ্বাস প্রাশ্বাসে সমস্যা হতে পারে।
*** টনসিলাইটিস রোগে আক্রান্ত হলে মোটেও অবহেলা নয়।এর জন্য একজন ভালো চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা করাতে হবে। অপারেশন দরকার হলে করিয়ে নিবে।***
চিকিৎসাঃ
১।গলা ব্যাথা কিংবা জ্বর থাকলে PARACETAMOL জাতীয় ঔষধ খেতে হয়।
যেমন___TAB__napa-500mg,ace-500mg,fast-500mg.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে ভরা পেটে ৩/৫ দিন সেব্য।
or SYP___napa,ace,fast,xpa
মাত্রা___প্রত্যহ ১/২ চামচ করে ৩/৫ দিন সেব্য।
২।ব্যাথার তীব্রতা বেশি হলে DICLOFENAC POTASSIUM জাতীয় ঔষধ খেতে হয়।
যেমন___TAB__cataflam-25/50mg,a-fenac-k-025/50mg.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে ভরা পেটে,ব্যাথা না পড়া পর্যন্ত সেব্য।
৩।ঠান্ডা বা সর্দি থাকলে CHLORPHENIRAMIN MELEATE জাতীয় ঔষধ খেতে হয়।
যেমন___TAB__histacin.histalex.
মাত্রা___প্রত্যহ ১+0+১ করে ভরা পেটে ৩/৫ দিন সেব্য।
or SYP__histacin.histalex.
মাত্রা___প্রত্যহ ১/২ চা চামচ করে ৩/৫ দিন সেব্য।
৪।টনসিলের ইনফেকশন বা ফোলা কমানোর জন্য CEFIXIME জাতীয় ঔষধ ভালো কাজ করে।
যেমন___CAP__fix-a-200mg,ceftid-200mg
মাত্রা___প্রত্যহ ১+0+১ করে ৭/১৪ দিন সেব্য।
or SUSP__fix-a,ceftid,roxim.
মাত্রা___প্রত্যহ ১/২ চা চামচ করে ৭ দিন সেব্য।
৫।শারীরিক দুর্বলতার জন্য VITAMIN-B COMPLEX জাতীয় ঔষধ ভালো কাজ করে।
যেমন___CAP____b-50fort
TAB____opsovit,aristovit b.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে ভরা পেটে, ১৫/৩০ দিন সেব্য।
or SYP__-b-50fort,opsovit,aristovit b.v plex
মাত্রা___প্রত্যহ ১/২ চা চামচ করে ১৫ দিন সেব্য।
৬।পেটে গ্যাস হলে ESEMOPRAZOL জাতীয় ঔষধ ভালো কাজ করে।
যেমন___TAB__nexam-20/40mg,esotid-20/40mg
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে বা ১+০+১ কর আহারে ২০মিনিট আগে , ১৫/৩০ দিন সেব্য।
পথ্যঃ
#হালকা উষ্ণ খাবার বা পানীয় ব্যবহার করা উচিৎ।
#গলায় কাপড় পেচিয়ে রাখা উচিৎ,যাতে বাতাস না লাগে।
# ঠান্ডা বাতাসে চলাফেরা থেকে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
#ঠান্ডা খাবার পরিহার করতে হবে।
টনসিলাইটিস হলে মোটেই অবহেলা করা ঠিক হবে না।অবস্থার উন্নতি না হলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন