কান পাকা! কি দুরগনদ্ধ! যার এ সমস্যা আছে ,একমাত্র সেই বোঝে,এর যন্ত্রনা।
কান পাকা রোগ একমাত্র নিজের অসতর্কতার জন্যই হয়।যে কন বয়সে এ রোগ হতে পারে।
বিশেষ করে যাদের নদি কিংবা পুকুরে ডুব দিয়ে গোছল করার অভ্যাস আছে,তাদের কানে পানি ঢুকে এই সমস্যার সৃষ্টি করে।তাছাড়া ডুব দিয়ে গোছল ছাড়াও অসতর্কতার জন্য কানে পানি ঢুকে কিংবা কান খোচাখুচির স্বভাব জনিত কারনেও ইনফেকশনের দ্বারা কান পাকা সমস্যা হতে পারে।
সাধারনত মধ্য কর্ণে এ সমস্যা হয়।নানাবিধ কারনে জীবানুর দূষন থেকে এ সমস্যা হয়।
জীবানু সমুহের মধ্যে স্টেফাইলকক্কাস, স্ট্রেপ্টকক্কাস,নিউমোকক্কাস,হেমোফাইলাস, ইনফ্লুয়েঙ্গা প্রধান।এরা মধ্য কর্ণে ক্ষত সৃষ্টি করে কান পাকা রোগের জন্ম দেয়।
লক্ষনঃ
#আক্রান্ত ব্যক্তির প্রায়ই সর্দিই লেগে থাকে।
#অনেক সময় কানে কম শোনা যায়।
#কান দিয়ে পুঁজ পড়তে থাকে।অনেক সময় বিশ্রি গন্ধ হয়।
#কান পাকালে শরীরে জ্বর থাকতে পারে।
#শরীর ম্যাজম্যাজ করে।
#কানে ব্যাথা তীব্র থেকে তীব্রতর হতে পারে।
চিকিৎসাঃ
১।শরীরে জ্বর বা ব্যাথা থাকলে PARACITAMOL জাতীয় ঔষধ খাবে।
যেমন___TAB__ace-500mg,napa-500mg,fast-500mg.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে ভরা পেটে ৩/৫ দিন সেব্য।
or SYP__napa,ace,fast,xpa
মাত্রা___প্রত্যহ ১/২ চা চামচ করে ২/৩বার সেব্য।জ্বর/ব্যাথা অনুভুত হওয়া পর্যন্ত।
২।ব্যাথা তীব্র থেকে তীব্রতর হলে DICLOFENAC POTASSIUM জাতীয় ঔষধ ভালো কাজ করে।
যেমন___TAB__kataflam-25/50mg,a-fenac-k-25/50mg.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে ভরা পেটে ৩/৫ দিন সেব্য।
৩।কানের মধ্যে পুঁজ হলে CLOXACILLIN জাতীয় ঔষধ ভালো কাজ করে।
যেমন___CAP__a-clox-500mg,fluclox-500mg.
মাত্রা___প্রত্যহ ১+১+১+১ করে ভরা পেটে ৭/১৪ দিন সেব্য। ৬ ঘন্টা পরপর খাওয়া ভালো।or SUSP___a-clox,fluclox,cloxil.
মাত্রা___প্রত্যহ ১/২চা চামচ করে ভরা পেটে ৭/১৪ দিন সেব্য। ৬ ঘন্টা পরপর খাওয়া ভালো।
৪।কানের মধ্যে ব্যাবহারের জন্য CLORAMPHENICOL জাতীয় ঔষধ ব্যবহার করা যায়।
যেমন___DROP__otophenicol,a-phenicol.
মাত্রা___প্রত্যহ ২/৩ ফোঁটা করে দিনে ২/৩ বার কানের মধ্যে ব্যাবহার করবে।
৫।প্রচুর পরিমান VITAMIN-C খাবে।
যেমন___TAB__ceevit,ascobex,ceecon.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে চুষে ৭/১০ দিন সেব্য।
৬।পেটে গ্যাস হলে ESEMOPRAZOL জাতীয় ঔষধ ভালো কাজ করে।
যেমন___TAB__nexam-20/40mg,esotid-20/40mg.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করতে আহারের ২০মিনিট আগে,ব্যাথার ঔষধ চলাকালীন পর্যন্ত সেব্য।
পথ্যঃ
# ঠান্ডা লাগতে দিবে না।
#সবরকম খাবার খাওয়া যাবে।
# খালি পায়ে চলাচল না করায় ভাল।
# নিয়মিত কান পরিস্কার রাখার চেস্টা করবে।
খেয়াল রাখতে হবে যে,কানের মধ্যভাগ ফাঁকা স্থানের মত।এর শেষপ্রান্তে হালকা পর্দা থাকে,যার জন্য আমরা শ্রবন শক্তি অনুভব করি।
সুতরাং কানের প্রতি যত্নশীল হতে হবে।অবস্থার উন্নতি না হলে দ্রুত নিকিটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন