মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

এমিট্রিপটাইলিন শ্রেনীভুক্ত ঔষধ (AMETRYPTYLINE HCL)


 বিবরনঃ
             AMETRYPTYLINE/এমিট্রিপটাইলিন একটি ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসান্ট,যার এসিটাইকোলিন বিরোধী এবং সুপ্তিকর বৈশিস্ট্য রয়েছে।এটি স্নায়ু প্রান্তে নড়এড্রিনালিন এবং সেরোটোনিন পুনঃ গ্রহনে বাধা প্রদান করে।
এমিট্রিপটাইলিন পরিপাকনালীতে দ্রুত শোষিত হয়।
এটি প্রধারনত মেটাবোলাইট হিসেবে প্রসাবের মাধ্যমে শরীর থেকে নিঃসৃত হয়।

উপাদানঃ
           প্রতিটি ট্যাবলেটে আছে এমিট্রিপটাইলিন  হাইড্রোক্লোরাইড ইউএসপি ১০ ও ২৫ মিঃগ্রাঃ

বাজারে প্রচলিত এমিট্রিপটাইলিন শ্রেনীভুক্ত ঔষধঃ

              TAB____tryptin,amilin,saronil.

নির্দেশনাঃ
           বিষন্ন জনিত অসুস্থ্যতা,বিশেষভাবে মানসিক দুশ্চিন্তা, কিংবা মানসিক ভীতিপ্রবন লোকের জন্য ব্যবহার করা হয়।
তাছাড়া যে সব মানুষ বা শিশু মুত্র বেগ ধারনে অক্ষম বা রাত্রীকালীন বিছানায় মুত্রত্যাগ করা শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হয়।

ব্যবহারবিধি/মাত্রাঃ
             এটি সাধারনত ১০মিঃগ্রাঃ মাত্রার একটি ট্যাবলেট মুখে গ্রহন করতে হয়, ১ কিংবা ২ বার,প্রত্যহ।
এবং ২০মিঃগ্রাঃ মাত্রা একটি ট্যাবলেট মুখে গ্রহন করতে হয় প্রত্যহ ১ বার।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ
             অস্পস্ট দৃষ্টি,শুস্ক মুখ,কোস্টহকাঠিন্য,বমি বমি ভাব,প্রসাবে অসুবিধা বা মাথা ঝিমুনি দেখা দিতে পারে। কম বয়স্কদের ক্ষেত্রে কখন কখন শরীরে চুলকানি দেখা দিতে পারে।
আবার বেশি বয়স্কদের ক্ষেত্রে অস্বাভাবিক আচরন বা নানা রকম ভ্রান্তি হতে পারে।
দীর্ঘ দিন সেবনে যৌন অনিচ্ছা দেখা দিতে পারে।

সাবধানতাঃ
            এটি সেবনের পরপর চোখে ঝপসা দেখা বা অস্পস্ট দৃষ্টি হলে যানবাহন বা ভারি যন্ত্রপাতি চালাবে না। মৃগী রোগের ইতিহাস আছে এমন রোগীর জন্য খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

সতর্কতাঃ
          কারডিয়াকে অসুস্থ্যতা বা বহুমূত্র রোগীদের ক্ষেত্রে ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে।
গর্ভাবস্থায় ব্যবহারে সুনির্দিষ্ট নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...