বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭

নাস্যাল পলিপ (NASAL POLYP)


                             নাক শরীরের অতিমুল্যবান একটি অংগ।নাক আমাদের শ্বাস-প্রশ্বাস নিতে এবং কোন কিছুর গন্ধ বুঝতে সাহায্য করে ।নাকের দুই পাশে দুটি ছিদ্র যুক্ত কক্ষ থাকে।নাকের দুই কক্ষের মাঝের দেয়ালের নাম নাস্যাল সেপ্টাম।
যখন নাকের দু পাশের দেয়ালের মিউকাস মেমব্রেন গুলো ফুলে ওঠে,তখন এটিকে অনেকটা কাঁঠালের মুচির মত দেখায়।এই ফোলা মুচির মত মেমব্রেন এর মাঝে একরকম তরল পদার্থ জমে নাস্যাল পলিপের সৃষ্টি করে।
এই পলিপ একত্রে বেশ কয়েকটি হতে পারে।তখন এটিকে আঙ্গুরের থোকার মত দেখায়।এই পলিপ প্রায় আলগা মাংস পিন্ডের মত লাল বর্ণের হয়।
সাধারন অবস্থায় পলিপ চেনা খুবই কস্টসাধ্য।একমাত্র চিকিৎসকরাই এটা ধরতে পারেন।

কারনঃ
          #বাইরে থাকে শক্ত কিছু ঢুকে আটকে থাকলে,এর ফলে সৃষ্ট ক্ষত থেকে পলিপ হতে পারে।
          #নাকের সেপ্টামে ফোঁড়া হলে পলিপ হতে পারে।
          #নাকের সেপ্টামে মাংসবৃদ্ধি পেলে এমনটি হতে পারে।
          #নাকের মধ্যে টিউমার জনিত কারনে এমনটি হতে পারে।
          #সাইনুসাইটিস এর প্রভাবেও এমনটি হতে পারে।
          #যারা বেশি নাকের মধ্যে খোঁচাখুঁচি করেন,তাদের ইনফেকশন এর দ্বারা এমনটি হতে পারে।

লক্ষনঃ
         #নাকের উপোরিভাগ প্রায়ই লাল বর্ণ ধারন করে।
         #প্রায়ই নাক বন্ধ হয়ে যা।বিশেষ করে রাতের বেলায় কিংবা হালকা ঠান্ডার প্রভাবে।
         #শ্বাস প্রশ্বাসে কস্ট হয়।
         #নাকের মধ্যে শিরশির করে,মনে হয় নাকের ভেতর কিছু আটকে আছে।
         #নাক ভারী বোধ হয় ও চুলকায়।
         #শরীরের জ্বর থাকতে পারে।
         #নাকে ব্যাথা হতে পারে।

***নাকের মধ্যে টিউমার বা পলিপ উচ্চপর্যায়ের চিকিৎসা।এ চিকিৎসার জন্য একজন ভালো বিশেষজ্ঞের প্রয়োজন।  অপারেশন/অস্ত্রপাচার দরকার হলে,করিয়ে ফেলা উচিৎ।এবং ঠিকমত ঔষধ চালাতে হবে।আর রোগের শুরুতেই চিকিৎসা করাতে হবে।***

আমি নিচে নাস্যাল পলিপের সাধারন লক্ষন প্রকাশ পেলে যে চিকিৎসার দরকার,তা প্রকাশ করছি______

চিকিৎসাঃ
১।শরীরে জ্বর কিংবা ব্যাথা হলে PARACITAMOL জাতীয় ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__fast-500mg,napa-500mg,ace-500mg.
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে আহারের পর ৩/৫ দিন সেব্য।

২।পলিপের সংক্রমণ ঠেকানোর জন্য AZITHROMYCIN  জাতীয় ঔষোধ ভালো কাজ করে।
যেমন___TAB__zimax-250/500mg,azin-250/500mg.
মাত্রা___প্রত্যহ ০+০+১ করে আহারের ২০মিনিট আগে ৫দিন সেব্য।বয়সভেদে মাত্রার তারতম্য হবে।

৩।নাকের ভেতর চুলকালে নাক বন্ধ করতে   CETRIZINE HCL জাতীয় ঔষধ খাওয়া যায়।
যেমন___TAB__alatrol,cetizin,atrizen.
মাত্রা___প্রত্যহ ১+0+১ করে আহারের পর ৩/৫ দিন সেব্য।

৪।সর্দি জনিত কারনে নাকবন্ধ হলে  XYLOMETAZOLINE  জাতীয় ঔষধ ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।
যেমন___DROP__antazol-0.05/1.0%
ব্যবহার__অপ্রাপ্ত বয়স্ক 0.05% এবং প্রাপ্ত বয়স্ক 1.0% অনুসারে ১/২ ফোঁটা করে দিনে ৩/৪ বার নাকের ছিদ্র পথে টানতে হবে।

বর্তমানে কিছু হাতুড়ে ডাক্তাররা নাকের পলিপ ঠিকমত না চিনেই,একটু লক্ষন প্রকাশ পাওয়া মাত্রই নাকের মধ্যে একপ্রকার এসিড জাতীয় ঔষধ প্রবেশ করিয়া, বৃদ্ধি পাওয়া মাংস পুড়িয়ে দেয়।যা সম্পূর্ণ ভুল চিকিৎসা পদ্ধতি।এর জন্য অনেক সময় রোগটি জটিল হয়ে যেতে পারে।এমনকি নাকের সেপ্টামে ইনফেকশন হয়ে অনেক জটিল অবস্থার সম্মুখিন হতে হয়।এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
এ রোগের চিকিৎসা জন্য একজন ভাল বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়ায় বুদ্ধিমানের কাজ হবে।

পথ্যঃ
        #এ রোগে আক্রান্ত হলে বেশি ঠাণ্ডায় চলাফেরা করবে না।
        #নাকে ধুলাবালুর প্রবেশ ঠেকাতে, ডাস্ট মাস্ক ব্যবহার করবে।
        #নাকে আঙ্গুল ঢুকিয়ে খুচাখুচি করার অভ্যাস পরিহার করতে হবে।

নাস্যাল পলিপ কোন স্বাভাবিক ব্যাধি নয়।এটি নিয়ে গাফলতি করলে, পরবর্তীতে নাকে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।তাই পলিপের কোন লক্ষন প্রাকাশ পেলেই দ্রুত ভালো চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা করাতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...