বিবরনঃ
ডায়াজিপাম একটি বেনজোডায়াজিপিন জাতীয় ট্রাঙ্কুলাইজার।এর কার্যকারিতার মধ্যে সুপ্তিকরন,পেশী শিথিলকরন,খিচুনী নিবারন অন্যতম।এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সামগ্রিক ভাবে নিস্তেজ করে কার্যকারিতা প্রদর্শন করে।এই শ্রেণীভুক্ত ঔষধ সমুহের মুল লক্ষ্য হচ্ছে মানসিক উদ্দ্যেগ ও অস্থিরতা উপশম করে সুপ্তি আনয়ন করা।
উপাদানঃ
ট্যাবলেট আকারেঃ এর প্রতিটি ট্যাবলেটে আছে ডায়াজিপাম বিপি ৫ মিলিগ্রাম।
ইনজেকশন আকারেঃ প্রতিটি ২মিলিঃ এম্পুলে আছে ডায়াজিপাম বিপি ১০মিঃগ্রাঃ।
নির্দেশনাঃ
প্রশান্তি আনয়নকারী হসেবে এর জুড়ি নেই।এটি মানসিক দুশ্চিন্তা,অস্থিরতা, উতকন্ঠা,চাপা উত্তেজনা বা মানসিক চাপের রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। পেশীর খিচুনী ও কম্পন উপশমের জন্য এবং বিভিন্ন রকম মাদকে আসক্ত ব্যক্তিদের আসক্তি কমানোর জন্য এটি সফলতার সাথে ব্যবহার করা হয়।
মৃগী রোগীদের ক্ষেত্রেও এটি খুব সফলতার সাথে কাজ করে,তবে এ রোগীদের জন্য মুখে খাবার চেয়ে ইনজেকশন আকারে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
বাজারে প্রচলিত কিছু ঔষধঃ
TAB________sedil,easium,rozam,relexen,seduxen.
INJ_________easium,sedil.
ব্যবহারবিধি/মাত্রাঃ
মুখে খাওয়াঃ ডায়াজিপাম সুসহনীয় ও দ্রুত কার্যকর হবার জন্য খুবই নিরাপদ ও গুরুত্বপূর্ণ ঔষধ।এটি রাত্রে ঘুমোনোর ২০মিনিট আগে খাওয়া উচিত।প্রত্যহ ১বার।
ইনজেকশনঃএটি শিরাপথে প্রয়োগ করতে হয়।খুব ধীরে ধীরে।১ এম্পুল প্রত্যহ।তবে প্রয়োজনীতার উপর ভিত্তি করে চিকিৎসক মাত্রা বিভক্ত করে থাকেন।
পার্শ্বপ্রতিক্রিয়াঃ
এ শ্রেনীভুক্ত ঔষধ খুবই সহনীয়।এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু।তবে এটি সেবনে ঘুম ঘুম ভাব,মুখ শুস্কতা,অমনযোগীতা,রক্তচাপ কমে যাওয়া,অন্যতম।
তবে দীর্ঘদিন ব্যবহারে মাত্রা বাড়ালে যৌন আকাঙ্খা কমে যেতে পারে।
সাবধানতাঃ
খুবই বৃদ্ধ ও দুর্বল রোগীদের ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে এটি ব্যবহার করা উচিৎ।
লিভার এর কাজে বিঘ্ন থাকলে কিংবা গ্লোকোমা থাকলেও ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
ইনজেকশন আকারে ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতা প্রয়োজন,বিশেষ করে দুর্বল ও পীড়িত ও অতিবয়স্কদের বেলায় শ্বাসযন্ত্রের রোগ থাকলে এটি ইনজেক্ট করা থেকে বিরত থাকা উচিৎ।
কেউ মদ্যপ বা মাদক দ্বারা বিষক্রিয়া ঘটলে সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে।
সতর্কতাঃ
এটি ইনজেকশন আকারে ব্যবহার করলে অন্য ঔষধের সাথে মিলিয়ে পুশ করা উচিৎ নয়।
গর্ভাবস্থার প্রথম পর্যায়ের দিকে ইহা সেবন উচিৎ নয়।
আমি কত দিন ক্লোনজিপাম খেতে পারি? এটা কি ঘুমের মেদিসিন?
উত্তরমুছুনক্লোনজিপাম কি ঘুমের ঔষধ ? এর উপর কি নিভরতা বাড়ে ?
উত্তরমুছুন