রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

আমার কিছু কথা..................

প্রানী জগতের সুচনালগ্ন থেকে,প্রানীর শরীরের সুক্ষতিসুক্ষ কোষের জটিল থেকে জটিলতর গ্রন্থি উন্মচন করতে বিজ্ঞানীরা সদা ব্যাস্ত। বিজ্ঞানের নব নব উদ্দাবন থেকে মানুষ পেয়েছে নতুন মাত্রা।সৃষ্টির উদ্দিপনায় মানুষের কোন বাধাই আর বাধা থাকছে না। সমস্টিগত উৎকর্ষতার আজ নতুন নতুন প্রচেস্টা।
          প্রানীদেহ এক বিচিত্র রহস্যে ঘেরা। তেমনি মানুষের শরীরও রহস্যময়।এই রহস্য উদ্দাবনের জন্য আদিকাল থেকেই মানুষের প্রচেস্টা অব্যাহত।
         উন্নত বিশ্বের সাথে সমানতালে বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞান আজ উন্নতির চরম চূড়ায় পৌছেছে। মানুষের উন্নতির সাথে সাথে চিকিৎসা সেবে আজ প্রায় সবার দুয়ারে দুয়ারে।
        আর ইন্টারনেটের এ যুগে বিশ্ব আজ হাতের মুঠোয়।
         তাই চিকিৎসাসেবা আরও সহযতর করতে আমার এই ভিন্ন প্রচেস্টা।
কেননা জীবনের প্রয়োজনে মানুষ আজ অলটাইম দৌড়ের উপর। নিজের স্বাস্থ্য সচেতনা যেন শূন্যের কোঠায়।কর্ম পাগল মানুষগুলো প্রয়োজনের ক্ষেত্রেও ডাক্তারের কাছে যেতেই চায় না।
       আর এই সব কর্মব্যস্ত মানুষের কথা মাথায় রেখে,আমি ডাঃ লিংকন এনেছি অনলাইন ভিত্তিক ওয়েব সাইট  LINKONDOCTOR.BLOGSPOT.COM
       আশাকরি এতে সবাই উপকৃতি হবেন।
       এই সাইট দিয়ে সবাই ঘরে বসে খুব সহজেই নিজের রোগ ও রোগস্বলিত বিষয় বুঝতে পারবেন।
আর প্রাইমারী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য থাকুন।

                                                                      ধন্যবাদন্তে>>> ডাঃনাজমুল ইসলাম (লিংকন)।

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...